ঊষার আলো রিপোর্ট : বগুড়ার শাজাহানপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামে ১ ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়ার মোজাফ্ফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ বলেছেন, বেতগাড়ী এলাকায় ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৭৩) এবং বগুড়া দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাটিবোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ২টি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)