UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসির প্রকৌশলীর মৃত্যু

usharalodesk
মে ২৭, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল।
আজ ২৭ মে বৃহস্পতিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী বলেন, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময়ে গুরুত্বর আহত হয় গাড়িতে থাকা পাবনা বিএডিস’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল ইসলাম।
দুর্ঘটনার পর এলাকাবাসীর সাহায্যে এগিয়ে আসে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা হতাহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে। আহত অপর ২’জনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে তাদের ২ জনকে ওই হাসপাতালে নেওয়া হয়।
বিএডিসি’র সহকারি প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঢাকার মতিঝিলে কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি।
দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসি’র নির্বাহী পরিচালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)