UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

pial
মে ১২, ২০২২ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণবার সহ এক যাত্রী গ্রেপ্তার হয়েছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের হাতে। বাহরাইন হতে আসা গ্রেপ্তারকৃত এ যাত্রীর নাম শফিকুল ইসলাম।

ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেছেন, বুধবার (১১ মে) সন্ধ্যা ৭টায় শফিকুল গ্লফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে বিমানবন্দরে নেমেছিলেন । গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার লাগেজ স্ক্যান করা হয়।

লাগেজের ভেতর ইলেকট্রিক ফ্যানের মধ্যে স্বর্ণের ইমেজ ধরা পড়ে। এরপর লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা চলছে।

প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন আরো জানান, জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

(ঊষার আলো-এসএইস)