ঊষার আলো ডেস্ক : শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন। পরিবারের ১৬ সদস্যসহ তার বহরে থাকছে মোট ৪০জন।
রাষ্ট্রীয় খরচে বিশাল এ বহর নিয়ে শাহবাজ শরিফের বিদেশ সফরের সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)।
কিন্তু শাহবাজ শরিফের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দাবি করেছেন, শাহবাজ শরিফ বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন ও তার সফরসথীরা নিজের খরচ নিজে বহন করবেন।
সৌদি আরব সফরে পাকিস্তানের নতুন নেতৃত্ব সৌদি রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যবর্গের সাথে বেঠক করবেন।
ঐতিহাসিকভাবে পাকিস্তান সৌদি আরবের সাথে সর্বদা সুসম্পর্ক রক্ষা করে চলে।
সূত্র: ডন
(ঊষার আলো-এফএসপি)