UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের গ্রহণে উদ্বুদ্ধকরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল রোববার (১ আগস্ট) এই নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ ও নিশ্চিত করবেন।

আরও বলা হয় এই বিভাগের আওতাধীন বিভাগ জেলা/উপজেলা পর্যায়ের দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের ভাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে।

শিক্ষকদের অনলাইন/ভার্চ্যুয়াল ক্লাসে শিক্ষার্থীদের ও তাদের পরিবারের সদস্যদের করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীরা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা পাঠানো হয়।

(ঊষার আলো-এফএসপি)