UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটালেন শিক্ষক

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলায় এক শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামে একজন মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এই  ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২১ মার্চ) রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজি আরিফ কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওসমান গনি শ্রিফলতলা উত্তরপাড়া হাজি আরিফ কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে।

আহত মো. শুকুর শেখ (১১) মো. মনি শেখের ছেলে। শুকুর শেখ সেই মাদ্রাসার নজরানা বিভাগের শিক্ষার্থী। তার আগে সন্ধ্যায় এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. মনি শেখ বাদী হয়ে শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনির বিরুদ্ধে মামলা করেন।

থানা পুলিশ জানিয়েছে, পড়াশোনা ভালো না করার অপরাধে রোববার সকালে মাদ্রাসার ফ্যানের রডের সাথে ঝুলিয়ে শিক্ষার্থী মো. শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি।

বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় সেই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন বেশ ভালো, সে নিজ বাড়িতে রয়েছে।

রামপাল থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জনান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় আমরা মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেপ্তার করেছি। ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)