UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিমুলিয়া ফেরিঘাটের রডবাহী পিকাপ পদ্মায়, চালক নিখোঁজ

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাটে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ব্রেক ফেল করে রডবাহী পিকাপ সরাসরি পদ্মায় তলিয়ে যায়। এই ঘটনায় তিন টনের এই যানটির চালক নিখোঁজ হয়েছে।
শিমুলিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হিলাল উদ্দিন বলেন, পিকাপটি ফেরিতে উঠার সময় পদ্মার পানিতে তলিয়ে গেছে। এই ঘাটে সামনে বামে ও ডানে একসাথে ৩ দিক দিয়ে ফেরিতে উঠানামা করার সুযোগ রয়েছে।
সোজা চ্যানেলে যানটি তলিয়ে যাওয়ায় ফেরির গুরুত্বপূর্ণ ৩ নম্বর ঘাটের সোয়া দিক দিয়ে ফেরি লোড-আনলোড করতে পারছে না।

(ঊষার আলো: এম.এইচ)