UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল

pial
মে ২০, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করবে না ইসরায়েল। দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার (১৯ মে) এ খবর দিয়েছে।

ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে- এক্ষেত্রে ইসরায়েলের সেনাদের সন্দেহ করে কোনো তদন্ত করা হলে ইসরায়েলের সমাজের ভেতরে বিরোধিতা সৃষ্টি হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজ সহ দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছিল ইসরায়েলের সেনারা। এই সময় ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। সংবাদ সংগ্রহের কাজ করার সময় হঠাৎ করেই মাথায় গুলি লেগে নিহত হন তিনি।

সূত্র: আল-জাজিরা, হারেৎজ

(ঊষার আলো-এসএইস)