UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

ঊষার আলো
ডিসেম্বর ১১, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  শীতে কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হালকা শীতল বাতাস। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। রাতে কুয়াশার কারণে ২০ হাত দূরের রাস্তাও ভালোভাবে দেখা যায় না। রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে অনেক কষ্টে গাড়ি চালাইতে হচ্ছে।

নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

ঊষার আলো-এসএ