UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালীর জেল সুপার মাহাবুবুল আলম

ঊষার আলো
জুলাই ১০, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কারা কর্মকর্তাদের মধ্যে বরিশালের বিভাগে শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম। বন্দি কল্যাণ, কারাবন্দিদের সংশোধন ও পূনর্বাসন এবং কারা কর্মচারীদের কল্যাণে অবদান রাখায় তিনি গত ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এ পুরস্কার লাভ করেন।

ইতোপূর্বে তিনি নারায়নগঞ্জ জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯৯ সালে ডেপুটি জেলার পদে কারা বিভাগে যোগদান করেন। আজ এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির তাকে ক্রেষ্ট, সনদপত্র এবং এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার প্রদান করেন।

ঊষার আলো-এসএ