২০০৮ সালের পর এই প্রথম টাঙ্গাইলে বিএনপির এমন সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সূতি ভিএম হাইস্কুল মাঠের সমাবেশে যোগ দেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা। স্লোগানে মুক্তির দাবি জানান তাদের প্রিয় নেতা আবদুস সালাম পিন্টুর।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির কেউ অংশ নেয়নি।বরং গুরুত্ব পায় স্থানীয় নেতারা।
তবে মানুষের আগ্রহের কেন্দ্রে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের বক্তব্য। ভার্চুয়ালি বিকাল পৌনে ৫টার দিকে হাজির হলে জনতা তাঁকে অভিবাদন জানান।
প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে বেশিরভাগজুড়ে তারেক রহমান টাঙ্গাইল জেলার বিখ্যাত নানা পন্যের সম্ভাবনা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাজনৈতিক মুক্তি নয়, মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় বিএনপি। দল ক্ষমতায় এলে স্থানীয় শিল্প-কারখানা উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো হবে। অর্থনৈতিক মুক্তি হলে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন- ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে জনগণ।
সমাবেশ থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাবন্দি আবদুস সালাম পিন্টুসহ রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।