ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের দেয়া স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানের মাথায় নিজেদের উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। ফিন অ্যালেন আউট হওয়ার আগে ১৮ বলে এক চার ও এক ছক্কায় ১৬ রান করেন।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ করে বাংলাদেশ।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে মোট ২৪ রান জমা করে নিউজিল্যান্ড। অবশেষে কিউইদের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হন পেসার শরিফুল ইসলাম।
৩য় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন ফিন অ্যালেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
(ঊষার আলো-এফএসপি)