UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার পতনের দুদিন পর যা যা ঘটেছে

usharalodesk
আগস্ট ৮, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শতশত শিক্ষার্থী-সাধারণ মানুষ হত্যার পর আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পর ঘটেছে নানা ঘটনা। বন্ধ রয়েছে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম। কারাগারের গেট ভেঙ্গে পালিয়েছে আসামীরা।

এক নজরে বুধবার-

ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত ড. মুহাম্মদ ইউনূস। তবে পূর্ণাঙ্গ পরিষদ এখনো ঘোষণা করা হয়নি। আজ (বৃহস্পতিবার) রাতে শপথ হতে পারে বলে জানিয়েছেন  সেনাপ্রধান।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিল করেছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করে অধ্যাপক ইউনূসসহ চারজনকেই খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

কুষ্টিয়া জেলা কারাগার থেকে দুপুরে গেট ভেঙ্গে ৯৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এরই মধ্যে এদের ছয় জন ফিরে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে।

নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। এই সভায় বহু বছর পর ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক স্থানে প্রশ্নপত্র নষ্ট হয়ে যাওয়ায় পরীক্ষা পেছানো হয়েছে।

অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।

র‍্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ কিছু পদে রদবদল করা হয়েছে।

ঊষার আলো-এসএ