UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক লীগ নেতার হোটেল থেকে ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ জন আটক

usharalodesk
মার্চ ২৯, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর উত্তরায় ঢাকা মহানগরশ্রমিক লীগের  উত্তরের সহ-সভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ হোটেল থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৮ মার্চ) রাতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে টাকা, মাদক ও ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

জানা গেছে, উত্তরার ১০ নম্বর সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নম্বর হাউসের, ২৩/২৪ নম্বর রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রবিবার রাত পর্যন্ত  অভিযান চালানো হয়। এ সময় টাকা, মাদক ও ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫জন তরুণী ও ২৬ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

(ঊষার আলো-আরএম)