UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগ

koushikkln
জুলাই ১৪, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দ্বীপদেশটি থেকে পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে অবতরণের পর বৃহস্পতিবার (১৪ জুলাই) পদত্যাগ করেছেন। তার পদত্যাগ করার খবর শুনে কলম্বোতে লোকজন আতশবাজি ফুটিয়ে উল্লাস করেছে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, তার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি ভবনগুলো দখল ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পর শ্রীলঙ্কার নিন্দিত প্রেসিডেন্টের পদত্যাগ এলো। এর আগে তিনি বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

সিঙ্গাপুর সরকার বলেছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ‘ব্যক্তিগত সফরে’ আছেন ও সেদেশে আশ্রয়ের জন্য আবেদন করেননি।

আটক হওয়ার আশঙ্কা এড়াতেই তিনি দেশের বাইরে যাওয়ার পর পদত্যাগ করলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকাকালীন গ্রেফতার হওয়া থেকে দায়মুক্তি পেতেন।