UsharAlo logo
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ইউপি সদস্যের মৃত্যু

ঊষার আলো
ডিসেম্বর ২৮, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  নড়াইলের এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দুইদিন পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তবে শুক্রবার বিষয়টি আলোচনায় আসলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বাসনা মল্লিক সবাইকে জানানোর হুমকি দিলে তৎক্ষণাৎ মুখে বিষ ঢেলে দেয় অভিযুক্তরা। বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু জানাননি ভুক্তভোগী। পরেরদিন বুধবার অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর আগে ছেলের নিকট নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলে গেছেন তিনি।নিহতের ছেলে রিংকু মল্লিক গণমাধ্যমে বলেন, আমার কাছে মা দুজনের নাম বলে গেছেন। তারা দুজন ছাড়া আরও অনেকে এ ঘটনা ঘটিয়েছেন।

মাইজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আক্তার মোল্যা বলেন, আমরা ঘটনাটি ভুক্তভোগী নারী সদস্যের পরিবারের নিকট থেকে জেনেছি। এছাড়া যে বাড়িতে ঘটনা ঘটেছে তারাও বিষয়টির ব্যাপারে পুলিশকে তথ্য দিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। বিষয়টি সঠিক তদন্ত পূর্বক দোষীদের বিচারের আওতায় আনা উচিত বলে মত দেন তিনি।

জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের বিষয়টি সম্পর্কে জেনেছি। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ