UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘সংবিধানে এমন পরিবর্তন দরকার, যেন জনগণের হাতেই ক্ষমতা থাকে’

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান থেকে ক্ষমতা নয়, ক্ষমতা থেকে সংবিধান ও তার গুরুত্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, “সংবিধানে নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে ‘না ভোট’ ও ‘প্রত্যাহার’ এর ব্যবস্থা থাকতে হবে। সরকারের ওপর জনগণের নজরদারি বাড়াতে হবে, তবেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ হবে।”

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনু মোহাম্মদ বলেন, ‘সংবিধানের মধ্যে এমন পরিবর্তন রাখতে হবে, যাতে জনগণের হাতেই সার্বিক ক্ষমতা নির্ভরশীল থাকে। এছাড়া রাষ্ট্র যাতে সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বাধ্য থাকে তা নিশ্চিত করেই সাংবিধানিক বিধিমালা প্রণয়ন করতে হবে।’

সভায় লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে বর্তমান নির্বাচনি আইন যথেষ্ট নয়।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না করা গেলে, এ দেশে কখনো সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছে গণঅভ্যুত্থান। আর তাই সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে ভাবতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে।’

আরেক বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা সরকারের সংস্কার কমিশনগুলোর কাজগুলোর দিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে জনমত ছাড়া কোনো সংস্কার টিকবে না বলে মন্তব্য করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ।

আলোচনা সভায় ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর বলেন, প্রবল জনমত ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার, যার জন্য নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে।