UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান সংশোধনের বিষয়ে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, মূল্যবোধ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল একটি সংবিধানই আমাদের প্রত্যাশা।

সংবিধানে এমন কোনো ধারা বা উপধারা রাখা যাবে না যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় চেতনা ও মূল্যবোধের পরিপন্থী। তদুপরি, বিদ্যমান থাকলে সেগুলো অপসারণ করতে হবে।”

তিনি আরও বলেন, সংবিধানের শুরুতে “আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি” এই বাক্যটি পুনঃস্থাপন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এই বাক্যটি আগের একটি সরকার সংবিধান থেকে সরিয়ে ফেলেছে।

সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের ধারাগুলো বিলোপেরও আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তার মতে, এগুলো দেশের মানুষের চিরায়ত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তিনি শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার বাধ্যতামূলক ব্যবস্থার বিষয়টিও সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ আরও জানান, সংবিধান সংশোধনের বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণ তিনি পেয়েছেন। তবে দেশের বাইরে অবস্থান করায় তিনি লিখিত প্রস্তাবনাসহ তার প্রতিনিধি পাঠাবেন বলে পোস্টে উল্লেখ করেন।