UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে হট্টগোল

ঊষার আলো
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। তাদের অভিযোগ, গত সোমবার ও মঙ্গলবার দুদিনে দেশের ৫৯ জেলায় যে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে, তাতে তাদেরকে বঞ্চিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কেএম আলী আযমের কক্ষে এ হট্টগোলের ঘটনা ঘটে।

জানা গেছে, বিগত আওয়ামী লীগে সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব বিক্ষুব্ধ কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। এখন ডিসি হওয়ার প্রত্যাশায় ছিলেন তারা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল চলছে। গত সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তালিকায় নাম না দেখে বিক্ষুব্ধ হয়ে যান ওই কর্মকর্তারা।

ঊষার আলো-এসএ