UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ লাঘব ও অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

koushikkln
অক্টোবর ১৭, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: খুলনা জেনারেল (সদর) হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ এবং আরএমও ডাঃ এসএম মুরাদ হোসেনসহ দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে হাসপাতাল পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সমাজসেবক মোঃ শওকাত হোসেনের সভাপতিত্বে পল্লব সানার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আবু আহাদ, ইসমাইল খন্দকার, সাঈদুর রহমান, হৃদয় শেখ, লিটন রায়, হারুন শেখ, জাহাঙ্গীর হোসেন, মোঃ জুয়েল হোসেন, নয়ন মোল্লা, সোহেল হাওলাদার, রুহুল আমিন, বুলবুল আহমেদ, জুলেখা, বেগম, খালেদা খানম, ইসমত আরা, শিউলী রানী, বকু মোল্লাসহ স্থানীয় বিপুল সংখ্য এলাকাবাসী।
স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও খুলনা-২ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সদর হাসপাতালের সেবাপ্রত্যাশী হতদরিদ্র্য রোগীরা কতিপয় চিকিৎসকের কাছে জিম্মি। কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তবে অনিয়ম-দুর্নীতিতে আরএমও ডাঃ মুরাদ হোসেনসহ কতিপয় চিকিৎসক অনিয়ম-দুর্নীতিতে সিদ্ধহস্ত; যা সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে।

ঊআ-বিএস