UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

ঊষার আলো
মার্চ ২৮, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (২৮ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ অভিযোগ করেন।

ব্লিঙ্কেন বলেন, শনিবার (২৭ মার্চ) মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষকে হত্যার ঘটনাটি ‘ভয়াবহ’।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে সেনাবাহিনী। কিছু সংখ্যক মানুষের ভোগের কারণে জনগণকে আত্মত্যাগ করতে হচ্ছে।’

শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত হয়। এ ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রোববার এই ঘটনার নিন্দা জানান বিশ্বের ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান।

তারা বলেন, ‘পেশাদার সামরিক বাহিনী তাদের আচরণে সবসময় আন্তর্জাতিক মান অনুসরণ করে ও যে জনগণের সেবার জন্য নিয়োজিত তাদের ক্ষতি নয় বরং সুরক্ষা করার জন্য তারা দায়বদ্ধ।’

(ঊষার আলো-এফএসপি)