UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় মৃত্যু ৬১৪৮

ঊষার আলো
জুন ১০, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও দেশটিতে দৈনিক মৃত্যু কমেনি, বরং তা বেড়েছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে ১ দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

(ঊষার আলো- এম.এইচ)