UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন অনুমোদন

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৯ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে একটি ব্রিফিংয়ে বলেন, আগের অধ্যাদেশকে বদলে নতুন এ আইন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এককালীন চাঁদা দিয়ে প্রাথমিকের শিক্ষকদের এ ট্রাস্টের সদস্য হতে হয়। এরপর শিক্ষকদের পাশাপাশি তাদের পোষ্যরা এখান হতে সুবিধা পান। কোনো শিক্ষক মারা গেলে তার নাবালক, প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা এই ট্রাস্ট থেকে সহায়তা পাবেন।

সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি অনুদান হিসেবে কিছু দিলে ট্রাস্ট সেটা গ্রহণ করতে পারবেন। বিধি দিয়ে এ বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটির ভাইস চেয়ারম্যান হবেন। ট্রাস্টি বোর্ডে ৮ জন তিন বছরের জন্য দায়িত্বে থাকবেন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হবেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

(ঊষার আলো-এফএসপি)