UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সশরীরে আদালতে হাজির হচ্ছেন অং সান সুচি

ঊষার আলো
মে ১২, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির বিরুদ্ধে হওয়া মামলার পরবর্তী শুনানির দিন তিনি সশরীরে আদালতে হাজির হতে পারে বলে জানিয়েছে তার প্রধান আইনজীবী।
সোমবার আইনজীবী খিন মাউং জাউ বলেন, আগামী ২৪ মে সু চির মামলার পরবর্তী শুনানির তারিখে মামলাগুলো সশরীরে নয়তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি শুনানি করবেন বিচারক।
তিনি বলেন, জান্তা শাসকরা সু চিকে তার আইনজীবীদের সঙ্গে শুধু ভিডিও কলের মাধ্যমে কথা বলতে দিচ্ছে। তাও সেনা সদস্যদের উপস্থিতিতে। তাদের সরাসরি দেখা করে কথা বলতে দেওয়া হচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত কি না, তা নিশ্চিত নন আইনজীবীরা।
এর আগে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল করে নেয় সেনাবাহিনী। আটক করা হয় সু চিকে। পরে তার বিরুদ্ধে ছোটখাটো অভিযোগে ২ টি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে। সূত্র: দ্য ইরাওয়াদি

(ঊষার আলো- এম.এইচ)