UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

                                                                     নেতা নয়, সেবক হতে চাই 
নেতা নয়, নির্বাচিত হলে পাইকগাছা কয়রার মানুষের সেবক হবো বলে জানিয়েছেন খুলনা -০৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ। তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে নির্বাচনী শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।
ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এখানে পরিবার তন্ত্রের কোন সুযোগ নাই, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছি, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবো, এলাকার সামগ্রিক উন্নয়ন সহ সুন্দরবন জেলা বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বিএনএম এর উপজেলা সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, এডভোকেট মনজুরুল ইসলাম, ও আব্দুস সাত্তার সহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঊআ-কেআ