UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঊষার আলো
মার্চ ২৮, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী মধুমিতা বিশ্বাস নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে। শিশু মধুমিতা বিশ্বাস নলতা ইউনিয়নের ইছাপুর (কাজলা) গ্রামের তিলক বিশ্বাসের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মামার বাড়িতে থাকতেন শিশু মধুমিতা ও তার মা। শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।