UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কলারোয়ায় পরিত্যক্ত ৩টি ককটেল উদ্ধার

ঊষার আলো
জুন ৯, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানার থেকে তিনটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে র‌্যাব। ককটেলটি কলারোয়া থানাধীন কাজির হাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কালভার্টের নিচে একটি বাজারের ব্যাগে ছিল। বুধবার (৯ জুন) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাহাবুব উল-আলমের নেতৃত্বে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন কাজির হাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে অভিযান চালায়। অভিযানে কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে থাকা তিনটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারের পর জব্দকৃত আলামতগুলো কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

(ঊষার আলো-এমএনএস)