UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

koushikkln
নভেম্বর ১৮, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ। তিন সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দেন কেয়া বেগম।

সদ্য ভূমিষ্ঠ তিন নবজাতকের বাবা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা এলাকার জাকির হোসেন। তিনি ফেরি করে পাড়ায় পাড়ায় লেপ-তোশক বিক্রি করেন।

জাকির হোসেন বলেন, ‘মিনহাজ খান নামের আমাদের ৪ বছরের একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার সিজারের মাধ্যমে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইনচার্জ শঙ্কর প্রসাদ বিশ্বাস বলেন, ‘নবজাতকেরা ও প্রসূতি সুস্থ আছেন। বাচ্চা তিনটির ওজনও ঠিক আছে।’