UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় করোনা সচেতনতায় তরুণদের ভূমিকা র্শীর্ষক মতবিনিময়

koushikkln
মার্চ ২৪, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : সাতক্ষীরায় বৈশ্বিক মহামারী করোনা সচেতনতায় তরুণদের ভূমিকা র্শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
আমরা বন্ধু’র সিনিয়র সদস্য ডা. সুব্রত ঘোষ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক আফসার আহমেদ। বারসিক কর্মকর্তা গাজী আসাদ’র পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, স্বপ্নসিঁড়ি সংগঠনের আবদুল্লাহ আল মামুন, আমরা বন্ধু’র আজমল হোসেন, ফাহাদ হোসেন, সাকিব হোসেন, মুসফিকুর রহমান, মাহিদা মিজান, বন্ধুসভার প্রতিনিধি গোলাম হোসেন, ভিভিডির হোসেন আলী, সিডিওর আবু সাঈদ, প্রথম প্রহরের তারিকুল ইসলাম, হিউম্যানিটি ফাস্ট’র শাহিন বিল্লাহ, সেভ দা ট্যুমোরো’র মুজাহিদ ইসলাম ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের এসএম বেলাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, করোনা সচেতনতায় তরুণদের জাগরণ দরকার। কাজ করতে গেলে অনেক সমস্যা আসবে তাই বলে পিছিয়ে গেলে হবে না। কাজকে জয় করতে হবে। শহরের নিম্ন ও মধ্যবৃত্তদের সচেতনতাসহ তাদের পাশে যার যার অবস্থান থেকে তরুণদেরই আগে এগিয়ে আসতে হবে। সমাজের সমস্যা গুলো খুঁজে বের করে তার সমাধান তরুণদেরই করতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বলেন, ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা হিসেবে আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। আমরা ঝুঁকি নিয়ে কাজ করি, অথচ আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা সদরে কাজ করা ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।