UsharAlo logo
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় চিংড়িতে জেলি দেওয়ায় ব্যবসায়ীর কারাদণ্ড

usharalodesk
জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চিংড়িতে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর দায়ে মফিজুর রহমান শিমুল (৩২) নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। মফিজুর শহরের মুনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শহরের খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে জেলি পুশ করাকালীন হাতেনাতে আটক হন তিনি। পরে সেখান থেকে ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।