ঊষার আলো প্রতিবেদক : সাতক্ষীরা থেকে ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।৭ জুলাই রাতে শ্রীরামপুর গ্রামে এঅভিযান চালানো হয়।
বৃহস্পতিবার র্যাব সূত্র জানায়, ৭ জুলাই রাত ১০টায় র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ৬নং ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় ওই গ্রামে জাকির সরদারের বাড়ির সামনে থেকে আসামী মোঃ জাকির সরদার(৫০) কে আটক করেন।

ছবি : উদ্ধারকৃত ফেন্সিডিল।
এ সময় তার কাছ থেকে ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
(ঊষার আলো-আরএম)