UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১, আহত ৪

usharalodesk
মে ২৯, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে বজ্রপাতে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।রোববার (২৯ মে) সকাল ৮টার দিকে ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত ফারুক একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল মজিদ (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার হুমায়ুন কবির।

আহত মহিদুল মজিদ জানান, সকালে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা চারজন আহত হই।

ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, বজ্রপাতে নিহত ফারুকের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বজ্রপাতে হতাহতের বিষয়টি শুনেছি।

ঊষার আলো-এসএ