UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা মেডিক্যালের ২৬ চিকিৎসককে বদলি

usharalodesk
জুলাই ৬, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং ১০ জনকে যশোর জেলা হাসপাতালে।
৫ জুলাই সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এসব চিকিৎসকরা করোনা ইউনিটের দায়িত্ব পালন করবে।
এতে আরও জানানো হয়, ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় পরদিন ৮ জুলাই বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে তারা।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বদলির খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত কোনও চিঠি তার হাতে আসেনি বলে জানিয়েছেন। তিনি আর বলেন, বদলিকৃত সবাই সাতক্ষীরা মেডিক্যাল কলেজে কর্মরত ছিল। সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে। করোনা মহামারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে তাদেরকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)