UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাততলা থেকে লাফ দিয়ে নারী ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার চেষ্টা

usharalodesk
মার্চ ৫, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে ৭ তলা থেকে লাফ দিয়ে কৃষি ব্যাংকের ১ নারী মহাব্যবস্থাপক (জিএম) আহত হয়েছেন। ৪ মার্চ বৃহস্পতিবার মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের ৭ তলা থেকে ওই নারী আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দিয়েছেন বলে জানা যায়।
তবে লাফ দিলেও ৭ তলা থেকে নিচে না পড়ে ৬ তলার কার্নিশে পড়ে যান ওই নারী। পরে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মতিঝিল কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের ৭ তলায় হঠাৎ ১ নারীর চিৎকার শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে দেখা যায়, ১ নারী ব্যাংকটির ৬ তলার একটি কার্নিশে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাৎক্ষণিক আশপাশের বাসিন্দারা তাকে দ্রুত নামিয়ে শেরেবাংলা নগর ট্রমা সেন্টারে ভর্তি করে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেছেন, ব্যাংকটির ওই নারী কর্মকর্তা আহত হয়ে শেরেবাংলা নগরের বেসরকারি ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। তিনি কেন কীভাবে পড়ে গেছেন, তা এখনো জানা যায়নি।

 

(ঊষার আলো-এম.এইচ)