UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সানজানার মৃত্যুর ঘটনায় বাবার বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ১৬ নভেম্বর

pial
অক্টোবর ৬, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ হতে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিলো। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোছা. রেজিয়া খাতুন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ হতে লাফিয়ে পড়েন সানজানা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা বাদী হয়ে মামলা করেন। আর এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়। আত্মহত্যার পূর্বে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু এবং রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

(ঊষার আলো-এফএসপি)