UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপে কামড়ালে যে কাজগুলো করবেন না

usharalodesk
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমাদের দেশের গ্রামগঞ্জে প্রায়ই আমরা সাপের কামড়ে মৃত্যুর খবর শুনি। কিন্তু সাপে কামড়ালে অধিকাংশ মানুষেরই যে ভয় মৃত্যু হয়।

প্রচলিত কিছু ধারণা ও কুসংস্কারের বশে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের ওপর এমন টোটকা প্রয়োগ করে থাকেন, যাতে হিতে বিপরীতই হয়। কিন্তু সাপে কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি।

সাপে কামড়ালে যে কাজগুলো করবেন না-

সাপে কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়ানো যাবে না। কারণ এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে। অনেক সময় আক্রান্তের যন্ত্রণা আরও বৃদ্ধি পেতে পারে।

আর শরীরের যে অংশে সাপ কামড়েছে, সে জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না। সাথে আক্রান্তকে হাঁটাচলাও করতে দেবেন না। বেশি হাঁটাচলার ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ আরও দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।

সাপ যাকে কামড়েছে, তাকে কখনোই কাত করে শোয়াবেন না। সব সময় সোজা করে শোয়াবেন। ঠিক যেভাবে স্ট্রেচারের ওপরে শোয়ানো হয়।

যে স্থানে সাপে কামছে, তার আশেপাশে কখনোই কেটে দেবেন না। এমনটি করলে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে মস্তিষ্কে ও এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

টোটকা কিংবা কুসংস্কারে বিশ্বাস না রেখে সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

(ঊষার আলো-এফএসপি)