UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

১৩ জানুয়ারি আনিসুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। গতকাল সোমবার আদালত এ আবেদন মঞ্জুর করেন।আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ মার্চ দিন ধার্য রয়েছে।

মামলায় তার বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

ঊষার আলো-এসএ