UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন ফের নামঞ্জুর

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন দ্বিতীয় দফায় আবারও নামঞ্জুর করেছেন আদালত।

আজ (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে, ১০ আগস্ট বাবুল আক্তারের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ‘দ্বিতীয় দফায় বাবুল আক্তারের জামিন চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। এ বিষয়ে পরবর্তীতে উচ্চ আদালতে আবেদন করা হবে।’

প্রসঙ্গত, স্ত্রী মিতু হত্যা মামলায় বাদি থেকে প্রধান আসামি হয়ে গত ১২ মে থেকে জেলহাজতে আছেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। স্বামী বাবুল আক্তারের ভাড়াটে খুনিরা মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

(ঊষার আলো-আরএম)