UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া

pial
মে ২৭, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আগে গৌতম চক্রবর্তী রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৌতম চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ আরো অনেকে।

(ঊষার আলো-এসএইস)