UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে ঐক্যবদ্ধ হোন: সেতুমন্ত্রী

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে, সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভায় গণভবন হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, ‘ভারত বিদ্বেষী যেসব সাম্প্রদায়িক গোষ্ঠী ঢাকা-চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ জাতীয় মসজিদের ভেতর যে তাণ্ডবলীলা চালিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সফলতা যাদের জন্য গাত্রদাহ, বিএনপি হল এই অপশক্তির পৃষ্ঠপোষক।’

তিনি বলেন, ‘বিএনপি যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি ঘোষণা করে তখন জাতির সামনে প্রশ্ন হলও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের নৈতিক অধিকার তাদের আছে কি না। তবে ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন না করে করোনার ভুয়া এক অজুহাতে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়াটা আরেকটি রহস্যের জন্ম দিয়েছে।’

(ঊষার আলো-এফএসপি)