UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানেরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, এটাই আমাদের সার্থকতা: প্রধানমন্ত্রী

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এটা আমাদের জন্য সম্মানের, এটাই আমাদের সার্থকতা। কিন্তু আমাদের যাত্রা অনেক দূরের, জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫ দেশের প্রধানেরা এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ এবং ২৭টি প্রতিষ্ঠান হতে শুভেচ্ছাবার্তা আমরা পেয়েছি। সময়ের অভাবের জন্য সব বার্তা শোনাতে পারিনি। তবে সমস্ত বার্তা রক্ষিত আছে। তৃণমূল পর্যন্ত এটা প্রচার করতে হবে। তাদের শুভেচ্ছাবার্তা যেন জনসাধারণ সকলে জানতে পারে।’

(ঊষার আলো-এফএসপি)