UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

usharalodesk
সেপ্টেম্বর ২২, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউ ইয়র্কে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।  বুধবার  (২২ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, পাকিস্তান চেয়েছিল  সার্ক বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নিয়ে  আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে সেই দাবি করেন ইসলামাবাদ।

নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে ওই বৈঠকের কথা ছিলো। ভারতসহ আরও কয়েকটি দেশ এই বৈঠকের দ্বিমত পোষণ করে। তাই বৈঠক বাতিল হয়। এই সম্মেলনের আয়োজক ছিলো নেপাল ।

তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর  তাদের স্বীকৃতি দেয়নি ভারত । কাবুলের নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি। যেহেতু তালেবানকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি, সেজন্য এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই বলে ভারতের দাবি।

 

(ঊষার আলো-আরএম)