UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান এফ রহমান-১২ পুলিশসহ ৩৪ জনের নামে মামলা

usharalodesk
নভেম্বর ২৬, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান ও দোহার সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং দোহার থানার সাবেক দুই ওসিসহ ৩৪ জনের নামে মামলা হয়েছে।

মামলার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাদী তৌহিদুর রহমান।

জানা যায়, মামলায় তৎকালীন দোহার সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহবুব, দোহার থানার সাবেক দুই ওসি মো. সাজ্জাদ হোসেন ও মোস্তফা কামালকেও আসামি করা হয়েছে। দোহার থানার সাবেক পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মুন্সীও আসামি হিসেবে রয়েছেন।

এছাড়াও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহারের বিলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ চোকদারসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে এ মামলায় আসামি দেখানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়- ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় দোহারে করম আলীর মোড় থেকে থানা পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা করে এবং ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করে। এছাড়াও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে গায়েবি মামলা হয় প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায় গুরুতর আহত হন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মামলার বাদী তৌহিদুর রহমান।

ঊষার আলো-এসএ