UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু চুরি

ঊষার আলো
এপ্রিল ১, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে দুই মাসের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামে গতকাল (৩১ মার্চ) বুধবার রাতে এই ঘটনা ঘটে। চুরি যাওয়া শিশুর নাম জুনায়েদ। শিশুটির বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাকচালক।

শিশুর মা কল্পনা আক্তারের ভাষ্য যে, স্বামী ট্রাক চালাতে যাওয়ায় গতকাল রাতে তিনি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে দু’জন চোর তাঁদের ঘরে সিঁধ কেটে ঢুকে পড়ে। তিনি তখন জেগে ওঠায় একজন তাঁর মুখ চেপে ধরেন। অন্যজন শিশুটিকে কোল হতে ছিনিয়ে নিয়ে চলে যান। ডাকাডাকি করার পর এলাকার লোকজন তাঁর বাড়িতে আসেন।

শিশুর দাদা জামাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

(ঊষার আলো-এফএসপি)