UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া শিক্ষিকার পদত্যাগ

usharalodesk
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়া শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন ৩টি পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানের পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন।

রবির রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এ বিষয়টি নিশ্চিত করেন। তবে, চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ বা পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দিয়েছে। সেই সাথে তারা ৪ দফা থেকে সরে এসে এখন ১ দফা আন্দোলনের ডাক দিয়েছে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি এবং ট্রেজারার আব্দুল লতিফ জানান, ফারহানা ইয়াসমিন বাতেন তার ওপর অর্পিত তিনটি পদ থেকে পদত্যাগ করেছেন। স্থায়ী অপসারণের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

(ঊষার আলো-আরএম)