UsharAlo logo
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

usharalodesk
নভেম্বর ৯, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ‍শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের জন্য ম্যাচটি পরিণত হয়েছে সিরিজে হার এড়ানোর।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে। চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় তার জায়গায় অভিষেক করানো হয়েছে জাকের আলিকে। এর আগে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক এবার প্রথমবারের মতো ওয়ানডেতে মাঠে নামছেন।

এর আগে শারজায় প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১২০ রান জমা করার পর ধস নামে উইকেটে

পরের ২৩ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় বাকি ৮ উইকেট। নাটকীয়ভাবে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

ঊষার আলো-এসএ