UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

ঊষার আলো
সেপ্টেম্বর ৯, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে এপ্রিলে দামেস্কের কনস্যুলেট ভবনে ইসরাইলের হামলায় ইরানের কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হয়।
এবার সিরিয়ার আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে হামলার এ ঘটনা ঘটে।  নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।স্থানীয় সূত্র বলছে, রোববার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে মাসইয়াফে এলাকায় ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এ ছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়া।
পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
ইসরাইল দাবি করে আসছে, ইরানের বিপ্লবী গার্ড অস্ত্র, অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে আসছে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে।
ঊষার আলো-এসএ