UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

koushikkln
জুলাই ১২, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার হরষপুর-মুকুন্দপুরে মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান তিনি। এদিকে, আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম ও লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন বগি লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।