ঊষার আলো রিপোর্ট : সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭ এপ্রিল) সকাল সাতটার দিকে বাড়বকুণ্ড শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হেলাল হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ভোরে ট্রেনে কাটা পড়া একটি মরদেহ উদ্ধার করেছি। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত হতে পারিনি। এক মহিলার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন এলে পুরোপুরি নিশ্চিত হতে পারবো।
ঊষার আলো-এসএ