UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতা রানী সভাপতি, রিজিয়া সম্পাদক

pial
জুলাই ২, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : বাংলাদেশ মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রিজিয়া পারভিন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জাহানারা খানম, ফাতেমা আক্তার পারুল কে সহ-সম্পাদক, হেনা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, নাদিরা আকরাম কে অর্থ সম্পাদক, সোনালী সোমকে আন্দোলন সম্পাদক, জোছনা দেবনাথ কে লিগ্যাল এইড সম্পাদকসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা কমিটি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহেনা শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা শাখার ১২ তম সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঘোষনা করেন।

অরাজনৈতিক ও অ-সাম্প্রদায়িক গনতান্ত্রিক সমতাপূর্ন সমাজ বি-র্নিমানের লক্ষ্যে শক্তিশালি সংগঠন গড়ে তোলার প্রত্যায়ে বাংলাদেশ মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার ১২ তম সম্মেলন শুক্রবার দিন ব্যাপী অনুষ্টিত হয়েছে। বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তন চত্বরে বর্নাঢ্য র‌্যালী, জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার সকালে এ সম্মেলনের শুভ সুচনা হয়। পরে এসিলাহা মিলনায়তনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুমা রেহেনা রোজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা জেলা মহিলা আওয়ামী লীগের ও পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো অতিথি ছিলেন বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ সবুর, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, দুদকের আইনজীবি মিলন কুমার ব্যানার্জী প্রমুখ। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উথাপন করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা পরিষদ নেত্রী রিজিয়া পারভীন।

(ঊষার আলো-এফএসপি)